ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার

নিলফামারী প্রতিনিধি
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২২ | ১১:৪৭ 55 ভিউ
নিলফামারী প্রতিনিধি
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২২ | ১১:৪৭ 55 ভিউ
Link Copied!

নীলফামারীর ডিমলা উপজেলায় ২১৭টি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন মেরামতের ২০২১-২০২২অর্থ বছরের কাজ সমাপ্ত হয়েছে। ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ে মধ্যে স্লিপের ৪০ হাজার এবং রুটিন মেইনটেন্যান্স ৯৯টি বিদ্যালয়ে ৪০হাজার দেওয়া হয়, যা স্কুলের মেরামত, চেয়ার, টেবিল, আলমারী ক্রয়সহ সকল অনুসাঙ্গিক কাজ সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। ৮৮টি প্রতিষ্ঠানে ২ লক্ষ টাকা করে ভবনের ছোট্ট খাটো মেরামতসহ উপজেলা প্রকৌশলীর ইস্টিমেট মোতাবেক সম্পন্ন হয়েছে। ৩০জুন-২০২২ বিল-ভাউচার জমা দিয়ে বিল উত্তোলন করেন স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান।

এরপরও ডিমলা উপজেলার একটি স্বার্থন্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে এবং কিছু গণমাধ্যমকে হাত করে উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে নেতিবাচক খবর প্রকাশ করে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। মিথ্যা সংবাদ প্রকাশ করে উপজেলার শিক্ষাসংশ্লিষ্ট সবার প্রতি অবিচার করা হয়েছে। পূর্বপরিকল্পিতভাবে রেকর্ড করা হয়েছে, তা বোঝা গেছে। এমনভাবে প্রশ্ন করেছে যেন সেই ধরনের অভিব্যক্তি বের হয়ে আসে।

এ বিষয়ে সরেজমিনে শিক্ষক ও প্রধান শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়। ২নং বাইশপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নমির হোসেন জানান, ২০২১-২০২২ইং অর্থবছরের যে বরাদ্দ আমি পেয়েছি তা যথাযথভাবে পৌকশলী ইস্টিমেট অনুযায়ী স্কুলের কাজ করেছি। ভ্যাট ও আইটি বাধে বাকী টাকা বিদ্যালয়ের ব্যাংক একাউন্ট থেকে তুলেছি। এছাড়া আমরা অফিসকে একটি টাকাও দেইনি। আমাদের ডিমলা উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ স্যার আমাদের উপজেলায় গত কয়েকমাস আগে এসেছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা । স্যার খুব সহজ সরল মানুষ ।

বিজ্ঞাপন

আকাশকুড়ি ঘাটেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন জানান, আমার স্কুলে যে বরাদ্দ পেয়েছি। তা প্রাক্কলন অনুযায়ী কাজ করেছি। শিক্ষা অফিসে বরাদ্ধের জন্য কোন টাকা দিতে হয়নি। পূর্ব ছাতুনামা আমিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান বলেন, সরকার কতৃক বরাদ্ধকৃত যে টাকা পেয়েছি তা ভ্যাট ও আইটি ছাড়া আর কাউকে কোন টাকা দিতে হয়নি এবং ডিমলা উপজেলা শিক্ষা অফিস স্বচ্ছতা অনুযায়ী আমাদের সহযোগীতা করেছেন।

ছোটখাতা মডেল বেসপ্রাবি প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী জানান, আমি সরকারী বরাদ্ধ স্কুলের নামে ব্যাংক একাউন্টে পাই। সেখানে অফিসে কিসের টাকা দিবো। দক্ষিন ঝুনাগাছ দুদুয়াপাড়া ও দক্ষিন তিতপাড়া সপ্রাবি সহ আরো অনেক প্রধান শিক্ষক বলেন, নুর মোহাম্মদ স্যার একজন সৎ অফিসার । উনি ডিমলা শিক্ষা অফিসে আসার পর অনেক কর্মকর্তা ও কর্মচারী অনিয়ম করতে না পারায় উনাকে সরানোর জন্য পায়তারা করছে। সম্প্রতি সেই সুনাম ক্ষুন্ন করার জন্য কতিপয় দুষ্কৃতিকারিরা নানা অপপ্রচার চালাচ্ছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ডিমলা উপজেলা সভাপতি মোঃ আমজাদুল হক বলেন, বর্তমানে ডিমলা উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ স্যার তাঁর প্রশাসনকে দুর্ণীতি মুক্ত, স্বচ্ছতা জবাবদিহীতা নিশ্চিত করে শিক্ষক বান্ধব অফিস হিসেবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কিছু স্বার্থবাদী লোক অনিয়ম করতে না পারায় স্যারকে বিভিন্নভাবে হয়রানী করছেন। এসব লোকের স্বার্থসিদ্ধি হাছিল না হওয়ায় কিছু সাংবাদিক কে দিয়ে শিক্ষা অফিসারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে । তিনি আরও বলেন, সাংবাদিকরা উপজেলার কোন শিক্ষকের কাছে তথ্য না নিয়ে নিজের মনগড়া ভিডিও ও সাজানো রেকর্ড প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক বলেন, গত ২৫ আগস্ট ২০২২তারিখে গনমাধ্যমে প্রকাশিত ঘুষ বা উৎকচ না দিলে কাজ করে না শিরোনামে উপজেলা শিক্ষা অফিসারকে দায়ি করে যে নিউজ ছাপা হয়েছে। তা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমুলক।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ এর নিকট মুঠোফোনে জানতে চাইলে-তিনি জানান, স্বার্থান্নেষীরা নিজ স্বার্থ লাভ করতে না পারায় আমার অজান্তে অফিসে ও বাইরে গোপন ভিডিও ধারন করে আমাকে ব্লাক মেইল করেছে। আসলে তারাই অপরাধী। প্রকাশতি ভিডিও /অডিও ও পত্রিকায় সংবাদ চক্রান্তকারীদের সাজানো, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে আমাকে হেয় করে অত্র উপজেলার প্রাথমিক শিক্ষার মানউন্নয়নের পথে বাধা সৃষ্টি করা হয়েছে। আমি অপপ্রচারকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে বিচার দাবী করছি।#

ট্যাগ: শিক্ষা

সিরাজগঞ্জের সলঙ্গায় মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ৮:৩০ 22 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ৮:৩০ 22 ভিউ
Link Copied!

শাহাদাত হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় ছেলের মারপিটে চায়না খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ মার্চ) রাতে সলঙ্গার নাইমুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় নিহতের ছেলে শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। মৃত বৃদ্ধা নাইমুড়ি এলাকার মৃত আলহ্বাজ আলীর স্ত্রী।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়ির নিচে চাপা পড়ে শরিফুলের একটি ছাগলের বাচ্চা মারা যায়। এ নিয়ে তার মা চায়না খাতুনের সাথে শরিফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফুল তার মাকে বেধরম মারপিট করে আহত করে। পরে নিহতের নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং রাত দশটার দিকে মারা যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে শরিফুলকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
০৮/০৩/২০২৩

বিজ্ঞাপন

বিরামপুরে এনজিও ভবন ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৩ | ৭:৪৩ 4 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৩ | ৭:৪৩ 4 ভিউ
Link Copied!

মোঃ সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

বিরামপুরে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এইচ.আর.ডি.এফ) নামের একটি এনজিও’র অফিস ভাংচুর ও সম্পদ বিক্রির প্রতিবাদে সংস্থার সেক্রেটারীসহ স্থানীয় সদস্যরা শনিবার (২৫ মার্চ) মানববন্ধন করেছে।
শহরের বেলডাঙ্গায় সংস্থার কার্যালয়ের সামনে মানব বন্ধনে সংস্থার সেক্রেটারী বিশ্বনাথ তিগ্যা বলেন, পৌল চারোয়া তিগ্যা ১৯৯১ সালে সংস্থাটি চালু করেন। সেখানে সঞ্চয়, ঋণদান, কমিউিনিটি ডেভেলপমেন্ট ও যুব উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন্ ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হতো। ২০১০ সালে প্রতিষ্ঠাতা মারা গেলে সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যায়। সংস্থার তৎকালীন পরিচালক লরেন্স বেক ব্যবস্থাপনা কমিটিকে না জানিয়ে সংস্থার বিভিন্ন সম্পদ বিক্রি করেছেন এবং বর্তমানে বিল্ডিং ভেঙ্গে ফেলছেন। এর প্রতিবাদে সংস্থার সেক্রেটারী থানায় অভিযোগ করেছেন এবং শনিবার মানববন্ধন করেছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সভাপতি বাদল তিগ্যা, সেক্রেটারী বিশ্বনাথ তিগ্যা, দাতা নিকোলাস মিঞ্জ, কোষাধ্যক্ষ রজন মÐলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে প্রকাশ্যে হত্যা

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৯:৪৬ 22 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৯:৪৬ 22 ভিউ
Link Copied!

মোঃ সবুজ সরকার সৌরভ,

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে কহিনূর মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।০৮ মার্চ (বুধবার) সন্ধ্যায় উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামের সামী চৌধুরীর সঙ্গে কহিনূর মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। সন্ধ্যার দিকে একই গ্রামের বাজেয়িদ, তারা মিয়া ও ইসমাইল কহিনূরকে ডেকে বায়েজিদের বাড়িতে নিয়ে য়ায়। সেখানে সামি চৌধুরীসহ তাদের সঙ্গে কহিনূরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, জানতে পেরেছি জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের আঘাতে কহিনূর নামের ওই ব্যক্তি মারা গেছেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ভূঞাপুরে আনন্দ টিভি’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ১১ মার্চ, ২০২৩ | ৪:২৭ 14 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ১১ মার্চ, ২০২৩ | ৪:২৭ 14 ভিউ
Link Copied!

কোরবান আলী তালুকদার:

টাঙ্গাইলের ভূঞাপুরে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে “আনন্দ টিভির” পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকালে ভূঞাপুর প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন “আনন্দ টিভির” টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন। এ উপলক্ষে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের উপজেলা চত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ভূঞাপুর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে ও সাংবাদিক আখতার হোসেন খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিয়া, প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ন সম্পাদক জুলিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি সোহেল তালুকদার সহ ভূঞাপুর ও ঘাটাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা আনন্দ টিভি’র ৫ বছরের কর্মকান্ড নিয়ে ভূয়সী প্রশংসা ও ভবিষ্যত উজ্জ্বল সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন

ঘাটাইলে হত্যাকারীর শাস্তির দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৯:৫৯ 15 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৯:৫৯ 15 ভিউ
Link Copied!

মোঃ সবুজ সরকার সৌরভ,

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় জমি সংক্রান্ত জেরে ব্যবসায়ী কূহিনূর মিয়া(৪৫) হত্যা কাণ্ডে জড়িত সামি চৌধুরীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ করেছেন নিহতের স্বজনসহ এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ মার্চ ) বিকেলে ধলাপাড়া-ঘাটাইল সড়কের গাঞ্জানা ব্রিজ মোড় এলাকার সড়কে অবস্থান নেন তারা। ঘন্টাব্যাপী স্থানীয় শত শত লোক সড়কে অবস্থানের পর আসামি গ্রেফতারের আশ্বাস দিয়ে সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করেন প্রশাসন।

বিজ্ঞাপন

এর আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী কহিনূর মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে পরিবার । গেল বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ দাফন করা হয়নি।

এদিকে ঘটনার পর ওইদিন রাতে নিহতের ছেলে জুয়েল রানা বাদী হয়ে একই এলাকার খসরু চৌধুরীর ছেলে সামি চৌধুরী সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, খুনের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করা হবে । এছাড়া যারা সড়কে লাশ রেখে অবরোধ করেছেন তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

শিরোনাম:
বিরামপুরে এনজিও ভবন ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন বিআরটিসি বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ২। শাকিবকে ধর্ষণ অভিযোগ থেকে বাঁচাতে দুই সাবেক স্ত্রীর চেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নায়েবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসী’র বিক্ষোভ মিছিল ভূঞাপুরে আনন্দ টিভি’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘাটাইলে হত্যাকারীর শাস্তির দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে প্রকাশ্যে হত্যা সিরাজগঞ্জের সলঙ্গায় মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক ইসলামি বক্তার জিহ্বা কাটার ঘটনায় আটক ৪ আর্ন্তজাতিক নারী দিবসে ভূঞাপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার সদস্যর মুল হোতা আটক একটি নিখোঁজ সংবাদ দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য হলেন সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল জয়পুরহাটে সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ্বন্ড। উল্লাপাড়ায় নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার কিভাবে ফেসবুকে নিরাপদ থাকবেন? কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence কি? ChatGPT কি? ChatGPT কিভাবে কাজ করে ?