রডের বদলে বাঁশ দিয়ে শুদ্ধাচার পুরস্কার পাওয়া সেই প্রধান প্রকৌশলীর দুর্নীতি, অপকর্ম ও সরকারি অর্থ আত্মসাৎ এবং টাকার বিনিময়ে পার পেয়ে যাওয়ার রচনা সমগ্র !!!

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ১২ জুলাই, ২০২২ | ১২:০১ 7 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ১২ জুলাই, ২০২২ | ১২:০১ 7 ভিউ
Link Copied!

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব সাইফুর রহমানের বিরুদ্ধে সীমাহীন অভিযোগ দুর্নীতি দমন কমিশনে , মন্ত্রণালয়ে এবং মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়েছে যেগুলোর কিছু অনুলিপি আমাদের হাতে এসেছে বর্ণিত কপি সমুহ এবং ভুক্তভুগি ব্যাক্তি বর্গের বক্তব্য ও তথ্য উপাত্তের আলোকে আমরা বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম অব্যহত রেখেছে ধারাবাহিক ভাবে যেগুলো আমাদের পাঠকের জন্যে উপস্থাপন করা হবে।

সাইফুর রহমানের দুর্নীতি আর অপকর্মের প্রধান সহযোগী জনাব জামানুর রহমান , যিনি বর্তমানে খুলনা বিভাগের জনস্বাস্থ্যের তত্ত্বাবধায়ক প্রকৌশলী , যিনি ইতোপূর্বে সাইফুর রহমানের নিজ জেলা পাবনা এর নির্বাহী প্রকৌশলী হিসেবে ৯ বছর দায়িত্ত্ব পালন করেছেন তখন তিনি সাইফুর রহমানের সকল গোপনীয় দায়িত্ত্ব পালন করতেন সাইফুর রহমানের আত্মীয় স্বজনের নামে তিনি সকল ঠিকাদারি কাজ দিতেন সুজানগর পৌরসভার ৬ কৌটি টাকার পানি সরবরাহ প্রকল্পের বিল পরিশোধ হয়েছে কিন্তু কোন পৌরবাসী এক ফোটা পানিও পায় নাই এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের একটি পরিদর্শন প্রতিবেদন আমাদের হাতে এসেছে যেখানে ভয়াবহ দুর্নীতির বিষয় উঠে এসেছে কিন্তু সাইফুর রহমানের হস্তক্ষেপে টাকার বিনিময়ে সেটি ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। প্রধান প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতির অন্যতম সহযোগী বিধান চন্দ্র দে তৎকালীন সহকারী প্রকৌশলী যিনি ২০১৯ সালে প্রধান প্রকৌশলীর সহায়তায় তৎকালীন অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ কে অপসারণ করে আর্সেনিক প্রকল্পের পিডি হন এবং প্রকল্পের কাজে চরম অনিয়ম ও দুর্নীতি করে বিপুল পরিমান অবৈধ অর্থের মালিক হয়েছেন। প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে একাধিকবার পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যার একটি সংযুক্ত করা হল। বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর পবিত্র জন্মভূমি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী থাকাকালীন প্রকল্পের পুকুর খনন না করে পুকুর চুরি ও অন্নান্য দুর্নীতির অভিযোগে দণ্ডিত হলে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন যা তিনি তদবিরের মাধ্যমে ধামাচাপা দিয়ে রেখেছেন।
আমাদের আজকের প্রতিবেদন বিশাল মহাকাব্যের সূচিপত্র মাত্র। নিন্মোক্ত আকারে সাইফুররাহমানের সকল দুর্নীতি ও অপকর্মের প্রতিবেদন প্রকাশিত হবে।
পর্ব ১ : সাইফুর রহমানের অপকর্মের সহযোগী দের নিয়ে প্রতিবেদন
পর্ব ২ : বংশ পরিচয় , জামাত বংশতভুত হয়েও ১৪ মাসে প্রধান প্রকৌশলী হবার রহস্য
পর্ব ৩ : বাণিজ্য সমগ্র : নিয়োগ বাণিজ্য , বদলি বাণিজ্য , টেন্ডার বাণিজ্য।
পর্ব ৪: সাবেক সচিব হেলালুদ্দীন এ টাকার বিনিময়ে কিনে নেওয়ার গল্প
পর্ব ৫ : সাইফুর রহমানের একক নিয়ন্ত্রণ :
পর্ব ৬: স্বাধীনতার পক্ষে অবস্থানকারী অফিসারদের কে দমিয়ে রাখার অপকৌশল
পর্ব : ৭ : হাজার কৌটি টাকার দুর্নীতি , প্রতিদিনের সংগ্রহ ৫০ লক্ষ টাকা

প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নির্মাণ প্রকল্পে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ৩৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়া, অবৈধ সম্পদ অর্জন, চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে জালিয়াতি—যাঁর বিরুদ্ধে এমন ১০টি অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক), তিনিও পেয়েছেন সরকারের শুদ্ধাচার পুরস্কার। এই তিনি হলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান। দুদক গত বছর থেকে সাইফুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো অনুসন্ধান করছে সেই সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা চাকরি জীবনেও অবিশ্বাস্য উন্নতি করেছেন। ১৪ মাসের ব্যবধানে তাঁর প্রধান প্রকৌশলী হওয়াকে রকেট গতির সঙ্গে তুলনা করেছেন অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
জানা গেছে, সাইফুর রহমানের বিরুদ্ধে ১০টি অভিযোগ অনুসন্ধান করছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোনায়েম হোসেন। ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর সাইফুর রহমানের দুর্নীতির তথ্য-উপাত্ত চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন স্থানে চিঠি পাঠিয়েছেন তিনি। এসংক্রান্ত কিছু নথি কালের কণ্ঠ’র হাতে এসেছে।
জানা গেছে, ২০২০ সালের ২৫ জুন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জেসমিন পারভীনের সই করা এক চিঠিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. জুলিয়া পারভীন ও হিসাবরক্ষক ইমরান খান রনিকে শুদ্ধাচারের পুরস্কারের জন্য মনোনীত করার বিষয়টি জানানো হয়।
শুদ্ধাচার পুরস্কার দেওয়ার প্রক্রিয়ার খোঁজ নিয়ে দেখা গেছে, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রয়োগের পদক্ষেপ নিয়েছে। সরকারি কর্মকর্তা সম্পর্কে সাধারণ মানুষের বিদ্যমান ধারণা বদলাতে এবং সব কর্মকর্তা-কর্মচারীকে সরাসরি জবাবদিহির আওতায় আনার লক্ষ্যেই নেওয়া হয়েছে জাতীয় শুদ্ধাচার কৌশল।
রকেট গতির পদোন্নতি : বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে পদোন্নতি পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, সেখানে সাইফুর রহমান অবিশ্বাস্যভাবে পেয়েছেন পদোন্নতি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন একটি প্রকল্পে সহকারী প্রকৌশলী পদে দৈনিক হাজিরা ভিত্তিতে ১৯৮৯ সালে চাকরিতে যোগ দেন তিনি। ২০০৭-০৮ অর্থবছরে তাঁর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হয়।
দুদকে জমা হওয়া অভিযোগ অনুযায়ী, সাইফুর রহমান ফাউন্ডেশন ট্রেনিং ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষা না দিয়েই ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর সহকারী প্রকৌশলী (ক্যাডার) পদে ক্যাডারভুক্ত হন। আর সহকারী প্রকৌশলী হিসেবে ক্যাডারভুক্ত হয়ে মাত্র তিন মাসের মাথায় নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। এরপর মাত্র সাত মাসের মধ্যে ২০১৮ সালের জুলাই মাসে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি পান। আর মাত্র ১২ দিনের মধ্যে ওই বছরের ৮ আগস্ট অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব পান তিনি। অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব পাওয়ার মাত্র তিন মাসের মধ্যে গত বছরের ৪ নভেম্বর প্রধান প্রকৌশলী পদে অতিরিক্ত দায়িত্ব পান সাইফুর রহমন। এভাবে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে।

বিজ্ঞাপন

প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পদোন্নতি প্রক্রিয়ার বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, পদোন্নতির নিয়ম অনুযায়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পেতে কমপক্ষে সময় লাগে সাত বছর। এরপর নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হতে সময় লাগে কমপক্ষে পাঁচ বছর। তত্ত্বাবধায়াক থেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হতে সময় লাগে দুই বছর। অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী হতে সময় লাগে কমপক্ষে এক বছর। অর্থাৎ পদোন্নতির প্রক্রিয়ার বিধি অনুযায়ী একজন সহকারী প্রকৌশলীকে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী হতে কমপক্ষে সময় লাগে ১৮ বছর। কিন্তু সাইফুর রহমানের ১৪ মাসও লাগেনি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একাধিক জ্যেষ্ঠ প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, যাঁর চাকরির শুরুটাই ছিল অনিয়মে ঘেরা। সেই ব্যক্তি কিভাবে সহকারী প্রকৌশলী থেকে মাত্র ১৪ মাসের ব্যবধানে প্রধান প্রকৌশলী হয়ে যান সেটা নিয়ে অধিদপ্তরের সব কর্মকর্তাই বিস্মিত। ঠিকাদারদের একটি বড় চক্রকে কাজে লাগিয়ে তিনি রকেট গতিতে পদোন্নতি পেয়েছেন বলে মন্তব্য করেন তাঁরা। তাঁদের অভিযোগ, সাইফুর রহমানের পদোন্নতির ক্ষেত্রে কোনো বিধিবিধান মানা হয়নি।
রডের পরিবর্তে বাঁশ : অনুসন্ধানে দেখা গেছে, ২০১২ সালে সারা দেশে ১৫ হাজার ৩৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ হাজার ৫৩৩টি শৌচাগার (ওয়াসব্লক) নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা), যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসহ (ডিএফআইডি) সাতটি দাতা প্রতিষ্ঠানের সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) ওই প্রকল্পের প্রধান হিসেবে দায়িত্ব নেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান। দেড় হাজার কোটি টাকার ওই প্রকল্পের কাজের শুরুতেই বিভিন্ন জেলায় রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের হিড়িক পড়ে যায়।
ঘটনা-১ গাইবান্ধা সদর উপজেলার মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়। স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার সঙ্গে আঁতাত করেই ঠিকাদার রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করেন। ওই ঘটনায় জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এ এস এম আরেফ বিল্লাহ ও ঠিকাদার আব্দুল খালেক সরকারসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের ১৮ এপ্রিল গাইবান্ধা থানায় একটি মামলা করে দুদক। নীতিমালা অনুযায়ী বিভিন্ন ঢালাইয়ের কাজে ১০-১২ মিলিমিটার লোহার রড ব্যবহার করতে হবে এবং কাজ দিনে করার কথা। কিন্তু ঠিকাদার রডের পরিবর্তে চিকন বাঁশ ও বাঁশের কঞ্চি ব্যবহারের জন্য রাতের অন্ধকারে ঢালাইয়ের কাজ করতে গিয়ে রোষানলে পড়েন।
ঘটনা-২ বরগুনার আমতলী উপজেলায় বৈঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের তিন বছরের মাথায় তা গত বছর ভেঙে পড়ে। তখন সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হয় যে সেখানে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছিল।
ঘটনা-৩ তিন বছর আগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের ক্ষেত্রে একটি নালার কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়।
ঘটনা-৪ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নির্মাণে রডের পরিবর্তে গোপনে বাঁশের চটি ব্যবহার করা হয়।

শুধু বরগুনা, গাইবান্ধা, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায়ই নয়, সারা দেশের বেশির ভাগ স্কুলেই দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ রয়েছে। প্রকল্প কর্মকর্তা সাইফুর রহমানকে উেকাচ দিয়ে রডের পরিবর্তে বাঁশ দেওয়াসহ বিভিন্ন অনিয়ম করে ৩৬০ কোটি টাকা কমিশন হিসেবে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
দুদকে জমা হওয়া অভিযোগ থেকে জানা গেছে, প্রকল্পের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে সাইফুর রহমান সিএস অনুমোদন, তহবিল বরাদ্দ, সময় বর্ধিতকরণ, চূড়ান্ত বিল অনুমোদনসহ চারটি ধাপে প্রত্যেক ঠিকাদারের কাছ থেকে কাজের বিল থেকে ৯ পার্সেন্ট কমিশন হিসেবে আদায় করে হাতিয়ে নিয়েছেন।
অভিযোগ রয়েছে, গত বছর জুন মাসে প্রকল্প শেষ হয়। কিন্তু ছয় মাস পরে নেত্রকোনা, জামালপুর, নরসিংদী, সুনামগঞ্জ, পটুয়াখালী, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়াসহ অনেক জেলায় শতাধিক শৌচাগার নির্মাণের কাজ শুরুই হয়নি। কিন্তু ঠিকাদার কাজ শুরুর আগেই বিল তুলে নেন। মোটা অঙ্কের কমিশন পেয়ে বিল পরিশোধ করেন সাইফুর রহমান।
এর আগে সাইফুর রহমান যশোরে জেলা নির্বাহী প্রকৌশলীর পদে থাকাকালে আর্সেনিকমুক্ত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার জন্য সেখানে জাইকার একটি প্রকল্পের আওতায় দুই শ অগভীর নলকূপ স্থাপন করা হয়। কিন্তু ওই সব নলকূপের পানিতে আর্সেনিক পাওয়া গেছে। এ ছাড়া অগভীর নলকূপকে গভীর নলকূপ দেখিয়ে ঠিকাদারকে বিল পরিশোধ করেন তিনি। এ ক্ষেত্রে অবৈধ লেনদেনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। জাইকা ওই প্রকল্পের দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি করে একটি প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদনে সাইফুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পের দুর্নীতির টাকায় রাজধানীর আসাদগেটে (৩/১ আসাদ এভিনিউ, সেন্ট জোসেফ স্কুলের উত্তর পাশে) তিন হাজার বর্গফুটের ফ্ল্যাটসহ ঢাকায় তাঁর বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া ঢাকা, গাজীপুর ও পাবনায় নামে-বেনামে প্রায় ১০০ বিঘা জমির মালিক তিনি।
দুদক স্মারক নং -২১৭৯৭ তারিখ : ২৯-০৫-২০১৯ খ্রিস্টাব্দ (সংযুক্ত ) এর মাধ্যমে অনুসন্ধান শুরু হয় কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায় না বরং অপ্রতিরোধ্য দুর্বার গতিতে এগিয়ে চলেছে সাইফুর রহমানের দুর্নীতি।
পাস্ট অফিসের সঞ্চয়পত্র শুধুমাত্র ম্যানুয়াল রেজিস্টারে সংরক্ষিত থাকে বলে এসব সংশ্লিষ্ট পোর্ট অফিসার দের টাকার বিনিময়ে ম্যানেজ করে সুকৌশলে গোপন রাখা যায়। ইতোপূর্বে দুদক কতৃক অনুসন্ধানে সাইফুর রহমান সু কৌশলে ওই সব পোস্ট অফিসের তথ্য গোপন করেছেন। পাবনা জেলার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আব্দুল হান্নান এর কাছে সাইফুর রহমানের এসকল তথ্য আছে। ইতোপূর্বে তিনিই তথ্য গোপনে সহযোগিতা করেছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৩ | ৭:৩৫ 12 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৩ | ৭:৩৫ 12 ভিউ
Link Copied!

শাকিল আহমেদ জয়পুরহাট প্রতিনিধি:

১৯ মার্চ ২০২৩

মুক্তিযুদ্ধের অহংকার- সম্প্রীতীর বাংলাদেশ, মহান স্বাধীনতা দিবস ও জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৯ মার্চ ) বিকেল ৫ টায় সদর উপজেলা পরিষদের মুজিবুর রহমান ঢালী
স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান
এস এম সোলাইমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারতের কলকাতা প্রেসক্লাবের
সভাপতি স্নেহাশিস সুর, কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মাস
কমিউনিকেশন ও ভিডিওগ্রাফির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দেবজ্যোতি
চন্দ্র, কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোঅর্ডিনেটর গণজ্ঞাপন বিভাগের
অধ্যাপক ডঃ সান্ত্বন চট্টোপাধ্যায়, কলকাতার বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহবায়ক ও
সদস্য বাংলা ওয়ার্ল্ডের বিদ্যুৎ মজুমদার।
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোমেন আহমেদ
চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতা, রাজা চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের
সাবেক কমান্ডার আমজাদ হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা।

বিজ্ঞাপন

শাকিল আহমেদ ,,
জয়পুরহাট
মোবাইল -০১৭৩৩১৬৭৭১৪,

ঘাটাইলে হত্যাকারীর শাস্তির দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৯:৫৯ 16 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৯:৫৯ 16 ভিউ
Link Copied!

মোঃ সবুজ সরকার সৌরভ,

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় জমি সংক্রান্ত জেরে ব্যবসায়ী কূহিনূর মিয়া(৪৫) হত্যা কাণ্ডে জড়িত সামি চৌধুরীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ করেছেন নিহতের স্বজনসহ এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ মার্চ ) বিকেলে ধলাপাড়া-ঘাটাইল সড়কের গাঞ্জানা ব্রিজ মোড় এলাকার সড়কে অবস্থান নেন তারা। ঘন্টাব্যাপী স্থানীয় শত শত লোক সড়কে অবস্থানের পর আসামি গ্রেফতারের আশ্বাস দিয়ে সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করেন প্রশাসন।

বিজ্ঞাপন

এর আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী কহিনূর মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে পরিবার । গেল বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ দাফন করা হয়নি।

এদিকে ঘটনার পর ওইদিন রাতে নিহতের ছেলে জুয়েল রানা বাদী হয়ে একই এলাকার খসরু চৌধুরীর ছেলে সামি চৌধুরী সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, খুনের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করা হবে । এছাড়া যারা সড়কে লাশ রেখে অবরোধ করেছেন তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

বিরামপুরে এনজিও ভবন ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৩ | ৭:৪৩ 5 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৩ | ৭:৪৩ 5 ভিউ
Link Copied!

মোঃ সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

বিরামপুরে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এইচ.আর.ডি.এফ) নামের একটি এনজিও’র অফিস ভাংচুর ও সম্পদ বিক্রির প্রতিবাদে সংস্থার সেক্রেটারীসহ স্থানীয় সদস্যরা শনিবার (২৫ মার্চ) মানববন্ধন করেছে।
শহরের বেলডাঙ্গায় সংস্থার কার্যালয়ের সামনে মানব বন্ধনে সংস্থার সেক্রেটারী বিশ্বনাথ তিগ্যা বলেন, পৌল চারোয়া তিগ্যা ১৯৯১ সালে সংস্থাটি চালু করেন। সেখানে সঞ্চয়, ঋণদান, কমিউিনিটি ডেভেলপমেন্ট ও যুব উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন্ ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হতো। ২০১০ সালে প্রতিষ্ঠাতা মারা গেলে সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যায়। সংস্থার তৎকালীন পরিচালক লরেন্স বেক ব্যবস্থাপনা কমিটিকে না জানিয়ে সংস্থার বিভিন্ন সম্পদ বিক্রি করেছেন এবং বর্তমানে বিল্ডিং ভেঙ্গে ফেলছেন। এর প্রতিবাদে সংস্থার সেক্রেটারী থানায় অভিযোগ করেছেন এবং শনিবার মানববন্ধন করেছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সভাপতি বাদল তিগ্যা, সেক্রেটারী বিশ্বনাথ তিগ্যা, দাতা নিকোলাস মিঞ্জ, কোষাধ্যক্ষ রজন মÐলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে প্রকাশ্যে হত্যা

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৯:৪৬ 23 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৯:৪৬ 23 ভিউ
Link Copied!

মোঃ সবুজ সরকার সৌরভ,

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে কহিনূর মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।০৮ মার্চ (বুধবার) সন্ধ্যায় উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামের সামী চৌধুরীর সঙ্গে কহিনূর মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। সন্ধ্যার দিকে একই গ্রামের বাজেয়িদ, তারা মিয়া ও ইসমাইল কহিনূরকে ডেকে বায়েজিদের বাড়িতে নিয়ে য়ায়। সেখানে সামি চৌধুরীসহ তাদের সঙ্গে কহিনূরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, জানতে পেরেছি জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের আঘাতে কহিনূর নামের ওই ব্যক্তি মারা গেছেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিআরটিসি বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ২।

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৩ | ৬:৪০ 7 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৩ | ৬:৪০ 7 ভিউ
Link Copied!

মোঃ মিজান হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কা লেগে খাদে পরে যায় সুপারভাইজারসহ নিহত ২ আহত ১৯।

এতে আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার সকাল ১০ টার দিকে বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। পুলিশ ও আহতরা বাস যাত্রীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে। বাস ছাড়ার পর থেকে চালক ও হেলপার সুপরভাইজারদের মধ্যে বাকবিতন্ডা হয়ে কয়েক দফায়। এ কারনে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে বাসটি এলে পথিমধ্যে নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচরে খাদে পড়ে যায়। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ঘটনাস্থলেই সুপার ভাইজার ও এক বাস যাত্রী নিহত হন এবং অন্তত ১০/১৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনায় যান চলাচল বন্ধ হলে পুলিশ তাৎক্ষনিক যান চলাচলের ব্যবস্থা করা হয়। মরদেহ উদ্ধার পূর্বক এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

শিরোনাম:
বিরামপুরে এনজিও ভবন ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন বিআরটিসি বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ২। শাকিবকে ধর্ষণ অভিযোগ থেকে বাঁচাতে দুই সাবেক স্ত্রীর চেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নায়েবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসী’র বিক্ষোভ মিছিল ভূঞাপুরে আনন্দ টিভি’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘাটাইলে হত্যাকারীর শাস্তির দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে প্রকাশ্যে হত্যা সিরাজগঞ্জের সলঙ্গায় মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক ইসলামি বক্তার জিহ্বা কাটার ঘটনায় আটক ৪ আর্ন্তজাতিক নারী দিবসে ভূঞাপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার সদস্যর মুল হোতা আটক একটি নিখোঁজ সংবাদ দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য হলেন সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল জয়পুরহাটে সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ্বন্ড। উল্লাপাড়ায় নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার কিভাবে ফেসবুকে নিরাপদ থাকবেন? কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence কি? ChatGPT কি? ChatGPT কিভাবে কাজ করে ?