জমকালো আয়োজনে ধানমন্ডিতে পিয়া’স বিউটি এসেনসিয়ালস এর নতুন আউটলেট

- আপডেট সময় : ০৮:৪১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ১৬১ বার পড়া হয়েছে

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : জধানী ধানমন্ডি-২৭ নাভানা মাসিনা ভবনের ৫ম তলায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পিয়া’স বিউটি এসেনসিয়ালস(Piya’s beauty Essentials )এর নতুন একটি আউটলেটের এর শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, পিয়া’স বিউটি এসেনসিয়ালস এর কর্ণধার প্রিয়া জামান ও বর্তমান সময়ের জনপ্রিয় একঝাঁক তারকা।
তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস,সোহানা সাবা, মেহের আপরোজ শাওন, চিত্রনায়িকা নিপুন,রুনা খান,বুলবুল টুম্পা, তানিয়া হোসেন,
জেসমিন,সিনথিয়া,রিভা,মন্দিরা,আফির আনিজ,বুশরা,লোপা,আখিঁ আফরোজ,নিন্দা, আজহার মাহমুদসহ অনেকে।তারকারা প্রিয়া’স এসেন্সিয়াল উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সুসজ্জিত ডেকোরেশনের জন্য পিয়া’স বিউটি এসেনসিয়ালস’র কর্ণধার প্রিয়া জামানের প্রশংসায় পঞ্চমুখ।
সর্বশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, পিয়া’স বিউটি এসেনসিয়ালস এর কর্ণধার প্রিয়া জামান বলেন’সকলের দোয়া আন্তরিক ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই সকলের আমার জন্য দোয়া করবেন।