নওগাঁর আত্রাইয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ১০৫ বার পড়া হয়েছে

আত্রাই উপজেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে সক্ষমতা উন্নয়ন উপ-প্রকল্প আওতায় ‘ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর ও দৈনন্দিন জীবনে ভূমি ব্যবস্থাপনা`শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তা অর্থ, বাজেট, পরিকল্পনা ও স্থানীয় সম্পদ আহরণ বিষয়ক উপজেলা কমিটির বাস্তবায়নে বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম।
এ সময় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, ইউনিয়ন সচিব, উদ্যোক্তা সাংবাদিক বৃন্দ সহ ও আরো অনেকে। কর্মশালা শেষে প্রশিক্ষণদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
সামসুজ্জামান সেন্টু
আত্রাই উপজেলা প্রতিনিধি
তারিখঃ- ০৭-০৯-২০২২ ইং