বর্তমান প্রজন্মের তরুণ উদ্যোক্তা শ্রী সূর্য রায় মনোমুগ্ধকর পরিবেশে গড়ে তুলেছেন চাইনিজ রেস্টুরেন্ট ক্যাফে,

- আপডেট সময় : ০৩:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ১৩১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:- এম টি আই আহাদ মাহমুদ,
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বর্তমান প্রজন্মের তরুণ উদ্যোক্তা শ্রী সূর্য কুমার রায় মনোমুগ্ধকর পরিবেশে গড়ে তুলেছেন ফ্রেন্ডস ক্যাফে নামক এক চাইনিজ রেস্টুরেন্ট ক্যাফে। যেটি বর্তমানে পলাশবাড়ী টু ঘোড়াঘাট রোড,ওয়ালটন শোরুমরে পাশে অবস্থিত। বর্তমান পেক্ষাপটে ছোট হতে বড় সকলেই চাইনিজ খাবারের প্রতি আসক্ত, কিন্তু পলাশবাড়ীতে ভালোমানের তেমন কোনো চাইনিজ ক্যাফে না থাকায় চলতি বছর ২০২২ এর প্রথম দিকে এই তরুন উদ্যোক্তা ফ্রেন্ডস ক্যাফে নামক এই চাইনিজ রেস্টুরেন্ট করেন। অত:পর এখানে পলাশবাড়ীর সকল ফ্রেন্ডসার্কেল ও ফ্যামিলির আনাগনা দেখা যায়। উক্ত ক্যাফে আসা জনসমগণের মুখে শোনা যায় পলাশবাড়ীতে এমন মনোমুগ্ধকর ক্যাফে আর একটাও নেই। তাদের সকল খাবারের গুনগতমান অতুলনীয়, আর বিশেষ করে বিভিন্ন মিটিং, বিবাহ বার্ষিকী, পূর্নমিলনীর অনুষ্ঠান, বার্থডে পার্টি ও ফ্যামিলিগত বিভিন্ন অনুষ্ঠানের জন্য মানসম্মত পরিবেশ তৈরি করেছেন উদ্যোক্তা। এছাড়াও তাদের কথাবার্তা ও ব্যাবহারে আমরা মুগ্ধ। সব মিলে বলায় যায় চাইনিজ পিপাসু ভজন প্রেমীদের জন্য প্রত্যেকটি শহরেই এমন একটি রেস্টুরেন্ট ক্যাফে থাকা বাঞ্চনীয়।