গোবিন্দগঞ্জ পৌরসভায় নতুন ভোটার হালনাগাদের উদ্বোধন

- আপডেট সময় : ০৫:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ১৯৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:-এম টি আই আহাদ মাহমুদ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২৫শ’ নতুন ভোটারের তথ্য হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন পৌর মেয়র মুকিতুর রহমান।
সোমবার (১৭ অক্টোবর) সকালে পৌর অডিটরিয়ামে পৌরসভার ৯টি ওয়ার্ডে নতুন ভোটারদের (পুরুষ-মহিলা) তথ্য হালনাগাদ কর্মসূচির ছবি তোলার কাজ শুরু হয়। আগামী তিনদিন পর্যায়ক্রমে সবগুলো ওয়ার্ডে তথ্য যাচাই ও ছবি তোলার কাজ চলমান থাকবে। এ পর্যন্ত ভোটার হতে আবেদন করেছেন পুরুষ ১২৭০ এবং মহিলা ১১৯০ জন।
সকালে পৌরসভার ১,২,৩ ওয়ার্ড থেকে আগত নতুন ভোটারদের পৌর মেয়র ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পৌর মেয়র বলেন, পৌরসভায় পুরাতন ভোটারদের সাথে নতুন করে যুক্ত হতে চলেছে আরও ২৫শ’। জীবনে প্রথম তারা ভোটার হতে যাচ্ছেন। এজন্য সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ,প্যানেল মেয়র ও কাউন্সিলর শাহীন আকন্দ, প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর রিমন তালুকদার, পৌরসভার কাউন্সিলর শামসুদ্দিন শেখ ভেলা, কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু,মহিলা কাউন্সিলর জহুরা বেগম, সুইটি বেগম, সাহানা বেগম, সাবেক সেনা সদস্য ফুল মিয়া প্রমুখ।