ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

- আপডেট সময় : ০১:০২:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ৯৯ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ২৯৩ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন- ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক সহ উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।