ভূঞাপুরে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৪৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ২২৩ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার:
টাঙ্গাইলের ভূঞাপুরে ফুটবল প্রিমিয়াম-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে গোবিন্দাসী ইউনিয়ন ক্রীড়া সংস্থার উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় গোবিন্দাসী ইউনিয়ন ক্রীড়া সংস্থা ও মাটিকাটা ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন চকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল তরফদার, ইবরাহীম খাঁ সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ জাহিদ হাসান, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও ইউনিয়ন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বিএসসি, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইউসুফ আলী সরকার, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বাবু, গোবিন্দাসী ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান, মোঃ লিপ্টন মিয়া, ইতালি প্রবাসী মোঃ নুরুজ্জামান, মোঃ আছর উদ্দিন প্রমুখ।
খেলায় নির্ধারিত সময়ে মাটিকাটা ফুটবল একাদশকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে গোবিন্দাসী ইউনিয়ন ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার্স আপ দলকে এলইডি টিভি প্রদান করা হয়। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশ নেয়।