ভূঞাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

- আপডেট সময় : ০৯:১৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ১৮ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। রবিবার (০১ জানুয়ারি) দুপুরে এমপি ছোট মনিরের অর্থায়নে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।
গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন, এমপি ছোট মনিরের সহধর্মিণী ঐশী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মিনহাজ উদ্দিন, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গাজি ইকরাম উদ্দিন তারা মৃধা, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।