ভূঞাপুরে শীতার্তদের মাঝে পৌর মেয়র মাসুদের কম্বল বিতরণ

- আপডেট সময় : ০১:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১৩ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার:
টাঙ্গাইলের ভূঞাপুরে শীতার্তদের মাঝে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ তার ব্যক্তিগত উদ্যোগে ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় ৪ হাজার কম্বল বিতরণ করেছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর পৌরসভা কার্যালয় চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক বলেন, গত কয়েকদিন ধরে আমাদের ভূঞাপুর ও গোপালপুরে শীতের প্রকোপ বেড়ে চলেছে। এর ফলে দরিদ্র ও অসহায় পরিবারের লোকজনের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে ৪ হাজার কম্বল বিতরণ করছি।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, অর্জুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ, ভূঞাপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চকদার প্রমুখ।